বিরসা মুণ্ডার মূর্তি ভেঙে দেওয়ার প্রতিবাদে গত ১লা ফেব্রূয়ারি, বৃহস্পতিবার ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানার তপসিয়া চকে বিক্ষোভ-মিছিল করেন মুণ্ডা সমাজের প্রতিনিধিরা। প্রতিনিধিরা রাস্তার উপর বসে পড়ায় এক ঘণ্টা ৯নম্বর রাজ্য সড়কের ফোকোহাট-গোপীবল্লভপুরে যান চলাচল ব্যাহত হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকমাস আগে বেলিয়াবেড়া ব্লকের তপসিয়া অঞ্চলের লাউপাড়ায় একটি বিরসা মুণ্ডার মূর্তি বসানো হয়। গত ২৪জানুয়ারি রাতে মূর্তিটির বাঁ হাত দুষ্কৃতীরা ভেঙে দেয়। এনিয়ে গত ২৫জানুয়ারি বেলিয়াবেড়া থানায় অভিযোগ জানানো হয়। কিন্তু, ওই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। এদিন বিরসা মুণ্ডা রক্ষা কমিটির উদ্যোগে একটি ধিক্কার মিছিল হয়। ভারতীয় মুণ্ডা সমাজের মুখপাত্র হিমাংশু সিং বলেন, ভগবান বিরসা-মুণ্ডার হাত যারা ভেঙেছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাছাড়া প্রশাসনিক উদ্যোগে মূর্তিটি আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। না হলে জঙ্গলমহল জুড়ে ‘চাক্কা জ্যাম’ করা হবে।
বেলিয়াবেড়ার বিডিও কৌশিক ঘোষ বলেন, মূর্তিটি সারিয়ে দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। ঝাড়গ্রামের পুলিস সুপার রাঠোর অমিতকুমার ভরত বলেন, ঘটনার তদন্ত চলছে। মূর্তিটির সামনে সিসিটিভি লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।