বৌদ্ধ ধর্মালম্বী মানুষদের শ্রদ্ধার পাত্র দলাই লামাকে খুন করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল দুই জামাত-উল-মুজাহিদিন (জেএমবি) জঙ্গি। কিন্তু তাদের সেই পরিকল্পনাকে ব্যর্থ করে কলকাতা পুলিশের টাস্ক ফোর্স গ্রেপ্তার করলো তাদের। ধৃত দুই জিহাদির নাম শেখ পয়গম্বর এবং শেখ জামিরুল। গত ৩১শে জানুয়ারী, বুধবার তাদের দার্জিলিং-এর ফাঁসিদেওয়া এবং মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে ধৃতদের কাছ থেকে ল্যাপটপ,ট্যাব,গ্লাভ্স, ৫০কেজি এমোনিয়াম নাইট্রেট পাওয়া গিয়েছে। এদের মধ্যে পয়গম্বর মুর্শিদাবাদের কাঁকুড়িয়ায় আল তৌহিদ একাডেমি নামের একটি স্কুলে আরবি ভাষা পড়াতো এবং শেখ জামিরুল কাঁঠাল পাতা সরবরাহের ব্যবসা করতো। ধৃতরা মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর ঘটে চলা অত্যাচারের বদলা নিতেই দলাই লামাকে হত্যার চক্রান্ত করেছিল। ধৃত ২জনকে গত ১লা জানুয়ারী ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
দলাই লামাকে খুন করার পরিকল্পনা, গ্রেপ্তার ২ জেএমবি জঙ্গি
