গত ৩০শে জানুয়ারী, মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল আন্তর্জাতিক সীমান্তে প্রায় ১১লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার করলো বিএসএফ। এই ঘটনায় একজন পাচারকারীকেও গ্রেপ্তার করেছে বিএসএফ। বিএসএফ-এর তরফে জানানো হয়েছে ধৃত পাচারকারীর নাম মহম্মদ রাসেল রানা। গত মঙ্গলবার বেলা ১২টা নাগাদ সে সোনার বিস্কুট পাচার করার জন্যে পেট্রাপোলের আইসিপি গেট এলাকায় দাঁড়িয়েছিল। তখনই বিএসএফ জওয়ানরা তাকে আটক করে। বিএসএফ জানিয়েছে, তার কাছে তিনটি সোনার বিস্কুট পাওয়া গিয়েছে। যার ওজন ৩৫০গ্রাম, যার বাজারমূল্য প্রায় ১০লক্ষ ৭৯হাজার ৫৭৫টাকা। পরে ধৃত রাসেল রানা ও সোনার বিস্কুটকে পেট্রাপোল শুল্ক দপ্তরের হাতে তুলে দেয় বিএসএফ।