গত ২৯শে জানুয়ারী, সোমবার সকালবেলায় আনুমানিক সময় সাতটার সময় পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরের পাশের বারাবনি পঞ্চায়েত এলাকার পঞ্চগাছিয়া মোড়ের কাছে থাকা হনুমান মন্দির লক্ষ্য করে এক মুসলিম ব্যক্তি গরুর হাড় ছুঁড়ে দেয়। তারপর ওই মুসলিম ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় স্থানীয় একজন হিন্দু ব্যক্তি তাকে ধরে ফেলেন। তখন খবর পেয়ে আশেপাশের হিন্দুরা ছুটে আসেন এবং ওই ব্যক্তিকে প্রচুর মারধর করেন। তখন জানা যায় ওই ব্যক্তি পাশের মসজিদপাড়া এলাকার বাসিন্দা। তখন ক্ষিপ্ত হিন্দুরা দলবেঁধে মসজিদপাড়া এলাকায় গিয়ে মুসলিমদের প্রচুর মারধর করে। এমনকি উত্তেজিত হিন্দুরা মসজিদ লক্ষ্য করে পাথর ছোঁড়ে। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকায় ছুটে আসেন বিধায়ক শ্রী মানিক উপাধ্যায়। তিনি দুপক্ষকে শান্ত করেন এবং তিনি ব্যাপারটি দেখবেন বলে আশ্বাস দেন। পরে ঐদিন সন্ধ্যায় বিধায়ক হিন্দু-মুসলিম দুপক্ষকে নিয়ে আলোচনায় বসেন। আলোচনায় যারা এই কাজ করেছিল তাদেরকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়, যা মন্দিরের রং ও সংস্কার করার কাজে খরচ করা হবে বলে মন্দিরের সঙ্গে যুক্ত পঞ্চগাছিয়া মোড়ের হিন্দুরা জানিয়েছেন।
আসানসোলের বারাবনিতে হনুমান মন্দিরের সামনে গরুর হাড় ফেললো মুসলিমরা,শক্ত প্রতিরোধ হিন্দুদের
