১৬ বছর তদন্ত চালানোর পর ২০০২ সালের গোধরা ট্রেন অগ্নিকাণ্ডের অন্যতম অভিযুক্তকে গ্রেপ্তার করল গুজরাত পুলিশ। জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম ইয়াকুব পাতালিয়া (৬৩)। তাকে মঙ্গলবার গোধরা থেকেই গ্রেপ্তার করে পুলিশ। ইয়াকুব পাতালিয়াকে ফের ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে বলে পুলিশের কাছে খবর আসে। এরপরই ফাঁদ পেতে তাকে ধরে গোধরা বি ডিভিশন পুলিশ। তাকে বিশেষ তদন্তকারী দল বা সিটের হাতে তুলে দেওয়া হয়েছে। ১৬ বছর ধরে গোধরাকাণ্ডের তদন্ত করছে সিট। অভিযোগ, ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গোধরা রেলওয়ে স্টেশনে সবরমতি এক্সপ্রেসে আগুন লাগানো দলের মধ্যমণি ছিল এই ইয়াকুব। সেই আগুনে পুড়ে ৫৯ জন করসেবক প্রাণ হারান। যার জেরে জ্বলে ওঠে গুজরাত। যা গুজরাত দাঙ্গা নামে কুখ্যাত হয়ে আছে। ইয়াকুবের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ (খুনের চেষ্টা), ১৪৩ এবং ১৪৯ (বেআইনি জমায়েত), ১৪৭ এবং ১৪৮ (ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ করা), ৩৩২ এবং ৩৫২ (সরকারিকর্মীকে ভয় দেখিয়ে কাজ বন্ধ করা), ১৫৩ এ (অন্য ধর্মের মানুষের উপর আঘাত করা) ধারা এবং রেলের একাধিক আইনে এফআইআর দায়ের হয়। ইয়াকুবের ভাই কাদির পাতালিয়াকে ২০১৫ সালে গ্রেপ্তার করা হয়। কিন্তু শুনানি চলাকালীন জেলেই তার মৃত্যু হয়। তাদের অন্য ভাই আয়ুব পাতালিয়া ভদোদরা সেন্ট্রাল জেলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা কাটাছে।