দীর্ঘদিনের মুসলিম তোষণ যে এদেশের মুসলমানদের দেশের প্রতি টান জাগিয়ে তুলতে পারেনি, তার প্রমান মিললো। জম্মু-কাশ্মীরের মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মুফতি নাসির দাবি তুলেছেন যে ভারত ভেঙে আর একটি মুসলিম রাষ্ট্র তৈরি করা হোক। তিনি যুক্তি হিসেবে বলেছেন যে ভারতের বর্তমান মুসলিম জনসংখ্যা প্রায় ১৭ কোটি। দেশভাগের সময় দেশের ১৭ কোটি মুসলিম জনসংখ্যা নিয়ে পাকিস্তান তৈরি হয়েছিল। তাই বর্তমানেও তেমনটা করা হোক। এছাড়াও তিনি উত্তরপ্রদেশের কাসগঞ্জে হওয়া সাম্প্রদায়িক সংঘর্ষের জন্যে হিন্দুদেরকে দায়ী করেছেন। তবে তার এই বক্তব্যে দেশপ্রেমী জনগণ যথেষ্ট ক্ষুব্ধ। তারা তার গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এখনো পর্যন্ত তিনি বহাল তবিয়তে থাকায় জম্মু-কাশ্মীর সরকারের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
ভারত ভেঙে আলাদা মুসলিম রাষ্ট্র তৈরি করা হোক, দাবি মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মুফতি নাসিরের

India ke bhage alada jara korbe bolche Tara India chare chole Jak. Thakle tader hat,paa bhage debo
LikeLike