গত ২৮শে জানুয়ারী, রবিবার ঝাড়খণ্ডের ধানবাদে নীলমাধব দাস প্রতিষ্ঠিত ‘তরুণ হিন্দু’ দলের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্যে হিন্দু সংহতিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই কথা মাথায় রেখে এই অনুষ্ঠানে হিন্দু সংহতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন হিন্দু সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য আর কে সিং। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু জনজাগৃতি সমিতির প্রবীর খেমকা, হিন্দু মহাসভার নেতা রাজ্যশ্রী চৌধুরী এবং ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী শ্রীমতি অপর্ণা সেনগুপ্ত। এই অনুষ্ঠানে তরুণ দলের পক্ষ থেকে ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা এবং অভিন্ন দেওয়ানি বিধি দ্রুত চালু করার দাবি তোলা হয়। ‘তরুণ হিন্দু’ দলের এই দাবিকে হিন্দু সংহতির পক্ষ থেকে উপস্থিত আর কে সিং সম্পূর্ণ ভাবে সমর্থন করেন। এই অনুষ্ঠানের শেষে একটি শোভাযাত্রা বের হয়।
ঝাড়খণ্ডের ‘তরুণ হিন্দু’ দলের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগদান হিন্দু সংহতির নেতা আর কে সিং-এর
