গতকাল ২৯শে জানুয়ারী, সোমবার বিহারের বেগুসরাই জেলায় একটি মন্দিরের পুরোহিতকে হত্যা করে শতাব্দী প্রাচীন দেব-দেবীর মূর্তি চুরি করে পালাল দুষ্কৃতিরা। ঘটনাটি জেলার নয়গাঁও থানার ভাগুফাও গ্রামের ঘটনা। এই ঘটনার প্রতিবাদে গ্রামের বাসিন্দারা ব্যাপক বিক্ষোভ দেখান। মন্দিরের নিরাপত্তায় গাফিলতি নিয়ে তাঁরা পুলিশ প্রশাসনকে দায়ী করেন। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে পুরোহিত মহেন্দ্র দাস(৭০) মন্দিরে একাই ছিলেন। দুষ্কৃতিরা তাঁর কাছে মন্দিরের চাবি চান। কিন্তু তিনি দিতে না চাওয়ায় তাঁর মাথায় ধাতব বস্তু দিয়ে আঘাত করে দুষ্কৃতিরা। তিনি মাটিতে পড়ে গেলে দুষ্কৃতিরা মন্দিরের চাবি খুলে তিনটি বিগ্রহ নিয়ে পালিয়ে যায়। সোমবার ভোরে স্থানীয়রা মন্দির চত্বরে পুরোহিতের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়। দুষ্কৃতিরা মন্দির থেকে রাম, জানকি ও লক্ষ্মণের মূর্তি এবং গহনা নিয়ে পালিয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে বিগ্রহগুলি অষ্টধাতুর বলে স্থানীয়রা দাবি করেছেন। পুলিশ দুষ্কৃতিদের সন্ধানে তল্লাশি শুরু করেছে।