কেরালার কোচির কুট্টানাদে অবস্থিত কোচিন ইউনিভার্সিটি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। ওই কলেজে উত্তর ভারত থেকে বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশেরও প্রচুর ছাত্র পড়াশুনো করেন। সকলেই দুপুরে বা বিভিন্ন সময় কলেজের ক্যান্টিনে খাওয়াদাওয়া করেন। গত ২৭শে জানুয়ারী, উত্তর ভারতের কয়েকজন ছাত্র ক্যান্টিনে কাটলেট খাওয়ার জন্যে আসেন। কিন্তু তাদেরকে গরুর মাংস দেওয়া কাটলেট খেতে দেওয়া হয়। তারা বিষয়টি বুঝতে পেরে কলেজের অন্যান্য ছাত্রদেরকে জানান। তখন তারা সকলে মিলে প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি কলেজের ক্যান্টিন বন্ধ করে দেওয়া হয়। প্রিন্সিপাল এন সুনীল কুমার বিষয়টি অস্বীকার করেন। তবে ওই নিরামিষভোজী ছাত্ররা জানিয়েছেন যে জেনে বুঝেই এটা তাদের সঙ্গে করা হয়েছে।
কেরালার ইঞ্জিনিয়ারিং কলেজে গরুর মাংস খেতে দেওয়া হলো নিরামিষাশী ছাত্রদের
