গত ২৩শে জানুয়ারী, মঙ্গলবার রাতে আসানসোল পুরসভার ৪৩নং ওয়ার্ডের দিলদারনগর এলাকায়। ওই এলাকার স্থানীয় একটি ক্লাব প্রতি বছরের মতো এবছরও স্বরস্বতী পূজোর আয়োজন করেছিল। সবকিছু ঠিকঠাক চলছিল। ঘটনার রাতে মণ্ডপে কেউ ছিল না। অভিযোগ সেই সুযোগ নিয়ে স্থানীয় কোনো দুষ্কৃতী প্রতিমার কিছু অংশ ভেঙে দিয়ে চলে যায়। পরের দিন এই ঘটনা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা রাস্তায় বেরিয়ে এসে বিক্ষোভ দেখতে থাকেন। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসেন আসানসোল পুরসভার মেয়র জিতেন্দ্র তিওয়ারী। তিনি স্থানীয় বাসিন্দা ও ক্লাবের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সাতদিনের মধ্যে নতুন মন্দির তৈরি মোর দেবার প্রতিশ্রুতি দেন।