রাতের অন্ধকারে গ্রামের শীতলা মাতা ও মনসা মাতার মন্দিরের সোনা ও রুপোর গহনা মিলিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী চুরির ঘটনা ঘটলো। গত ১৯শে জানুয়ারী, শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত তমলুক থানার নারায়ণদাঁড়ি গ্রামে। মন্দিরটি তার বাড়ির পাশে হওয়ায় গ্রামের বাসিন্দা মদন মোহন বেরা মন্দিরটির দেখভাল করেন। তিনি এই চুরির ঘটনা জানিয়ে গত ২০শে জানুয়ারী, শনিবার তমলুক থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি থানায় করা অভিযোগে জানিয়েছেন যে প্রায় ৭লক্ষ টাকার গহনা চুরি গিয়েছে। চুরি যাওয়া গহনাগুলির মধ্যে সোনার হার ৪টি, সোনার শাঁখা ৪টি, রুপোর বালা ২০টি, সোনা ও রুপোর চুড়া ৪টি ইত্যাদি। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত চুরির ঘটনায় জড়িত কোনো দুষ্কৃতী গ্রেপ্তার হয়নি।