ব্যাগে গুলি নিয়ে বিমানে উঠতে গিয়ে ধরা পড়লো এক ব্যক্তি। গত ২৫শে জানুয়ারী, বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কলকাতা বিমানবন্দরে। বিশেষ সূত্রে জানা গিয়েছে যে মুর্শিদাবাদের বাসিন্দা পিনটু গাজী কেরালা যাবার উদ্দেশ্যে বিমান ধরার জন্যে আসেন। কিন্তু ব্যাগ স্ক্যান করার সময় দেখা যায় যে ওই ব্যক্তির ব্যাগে গুলি রয়েছে। তখন বিমান বন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা তাকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেন।