গত ১৫ই জানুয়ারী, সোমবার বিকালে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের মথুরী এলাকায় ম্যাটাডোরের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মৃত ওই ছাত্রীর নাম সুমনা গিরি(১৫)। এই ঘটনায় মৃত ছাত্রীর বোনসহ আরো তিনজন জখম হয়েছে। তারা বর্তমানে তমলুক জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ম্যাটাডোরটি ওই ছাত্রীদেরকে ধাক্কা মেরে উল্টে যায়। চালক শেখ নিয়াজ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দোষী ম্যাটাডোর চালক শেখ নিয়াজকে গ্রেপ্তার করার দাবিতে গভীর রাত পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। শেষ পাওয়া খবর অনুযায়ী অভিযুক্ত শেখ নিয়াজকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এমনও খবর পাওয়া গিয়েছে যে উপরমহলের চাপে নিহত ছাত্রীর পরিবারকে মোটা অঙ্কের টাকা দেবার টোপ দেওয়া হয়েছে। আর তার ফলেই অভিযুক্ত ড্রাইভার শেখ নিয়াজ এখনো অধরা রয়েছে।