কালিয়াচক থানার পুলিশ গত ১৫ই জানুয়ারী, সোমবার রাতে এক কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেপ্তার করেছে। মালদহ জেলার কালিয়াচকের বিবিগ্রাম থেকে ধৃত ওই দুষ্কৃতির নাম পুকারী শেখ। দীর্ঘদিন ধরে ওই দুষ্কৃতিকে পুলিশ খুঁজছিল। পুলিশ জানিয়েছে, অন্তত ২৫টি জামিন অযোগ্য মামলা তার বিরুদ্ধে আছে। তার মধ্যে খুন, ডাকাতি, জালনোট পাচার, তোলাবাজির অভিযোগও আছে। সম্প্রতি নুরুল শেখ নামের এক যুবকের খুনের ঘটনায় তদন্ত করতে গিয়ে নতুন করে পুকারী শেখের নামে থাকা অভিযোগের তালিকা পুলিশের নজরে আসে। তারপরেই পুলিশ তল্লাশি শুরু করে। সোমবার রাতে কালিয়াচকের বিবিগ্রামে অভিযান চালিয়ে তাকে ধরা হয়।
কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতি পুকারী শেখ গ্রেপ্তার
