গত ১৪ই জানুয়ারী ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ১৯২ কিলোমিটার দূরে ধর্মনগর এলাকা থেকে ৬ রোহিঙ্গা মুসলিমকে গ্রেপ্তার করলো পুলিশ। এদের মধ্যে ৫ জনই নাবালক-নাবালিকা। এরা সকলেই কাজের খোঁজে আসাম যাচ্ছিলো।এদের কাছ থেকে পুলিশ রাষ্ট্রসঙ্ঘ প্রদত্ত শরণার্থী কার্ড পেয়েছে। গ্রেপ্তার হওয়া ছ’জন রোহিঙ্গা মুসলিম হলো ইব্রাহিম আলম(১৭), মহম্মদ জাহাঙ্গীর আলম(১৭), মহম্মদ এহসান(১৬), নূর ফতেমা(১৫), জাহানা তারা(১৪) এবং দিলওয়ারা বেগম (২৭) । পুলিশি জেরায় জানা গিয়েছে যে এরা পূর্বে হায়দ্রাবাদে কিছুদিন থেকেছে। এমনকি তারা পুলিশকে জানিয়েছে যে তারা এদেশে স্থায়ীভাবে থাকতে চায়, মায়ানমারে ফিরতে চায় না তারা।
ত্রিপুরার ধর্মনগরে ৬ রোহিঙ্গা মুসলিম গ্রেপ্তার
