খাস কলকাতায় দুষ্কৃতিরাজ বেড়েই চলেছে, তার প্রমান পাওয়া যাচ্ছে ইদানিং। এবার এন্টালি থানার ছাতুবাবু লেন ও আনন্দ পালিত রোডের সংযোগস্থল থেকে গত ১১ই জানুয়ারী, বৃহস্পতিবার বিকেলে সাত রাউন্ড কার্তুজ ও দুটি আগ্নেয়াস্ত্র সহ দুই অস্ত্র বিক্রেতাকে গ্রেপ্তার করলেন লালবাজারের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা। ধৃতরা হল মহম্মদ ইলিয়াস ওরফে ইল্লু এবং আব্দুল আলি ওরফে তনভির। লালবাজার সূত্রে এই খবর জানা গিয়েছে।