অস্ত্রসহ এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করল ওয়াটগঞ্জ থানার পুলিশ। ধৃতের কাছ থেকে দু’টি অত্যাধুনিক পিস্তল, নগদ টাকা ও বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ দিলসাদ ওরফে মুন্না। সে বিহারের মুঙ্গেরের বাসিন্দা। কয়েকমাস ধরে সে একবালপুর লেনে থাকত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৩ই জানুয়ারী, শনিবার রাতে ওয়াটগঞ্জ থানার পুলিশ মনসাতলা এলাকায় একজনকে উদ্দেশ্যহীনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই তার কাছে আগ্নেয়াস্ত্র থাকার বিষয়টি পুলিশ জানতে পারে। পুলিশ এখন তাকে জেরা করে জানার চেষ্টা করছে, মুঙ্গের থেকে অস্ত্র এনে সে কলকাতায় কারবার চালাত কি না। শহরের বুকে যেভাবে গুলি চালনোর ঘটনা বেড়ে গিয়েছে, তাতে পুলিশকর্তারা নিশ্চিত, মুঙ্গেরের বাসিন্দারাই এই ধরনের অস্ত্র শহরে নিয়ে আসছে। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইন সহ অন্যান্য আইনে মামলা রুজু করা হয়েছে। গত ১৪ই জানুয়ারী, রবিবার ধৃতকে আদালতে তোলা হলে ১৯ জানুয়ারি পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।