গত ৫ই জানুয়ারি, শুক্রবার বর্ধমান জেলার সমুদ্রগড়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় শতাধিক দুস্থ মানুষকে কম্বল ও শীতবস্ত্র দেওয়া হয়। এই অনুষ্ঠানটি নাদনঘাটের নিবীন সংঘের মাঠে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু সংহতির সহ সভাপতি শ্রী সুজিত মাইতি মহাশয়, নাদনঘাটের প্রমুখ কর্মী সঞ্জয় সূত্রধর এবং স্থানীয় হিন্দু সংহতির শুভাকাঙ্খী শ্রী বিবর্জন সরকার।
সমুদ্রগড়ে শীতবস্ত্র ও কম্বল বিতরণ হিন্দু সংহতির
