গত ৭ জানুয়ারী ২০১৮ রবিবার দক্ষিণ ২৪ পরগণা জেলার ডায়মন্ড হারবার থানার বাসুলডাঙার উত্তর অম্বলহাড়া গ্রামের মন্দিরতলার কালীমন্দিরের বারান্দায় সন্ধ্যা ৭টা নাগাদ ওই গ্রামের বাসিন্দা এক মুসলিম যুবক হাবু নস্কর (বয়স – ২৮, পিতা – গোলাম নস্কর) কয়েকজন সঙ্গীকে নিয়ে মদ্যপান করে ও মন্দিরের পবিত্রতা নষ্ট করে। স্থানীয় হিন্দু যুবক ও দোকানদাররা আপত্তি করলে, ছোটোখাটো বাগবিতণ্ডা ও উভয়ের মধ্যে ছোটোখাটো মারামারি হয়। প্রাথমিকভাবে মার খেয়ে মুসলিমরা পালিয়ে যায়। কিন্তু, পরদিন সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ হাবু নস্কর প্রায় ৭০-৮০জন সশস্ত্র মুসলমানকে নিয়ে হিন্দুদের গ্রামের মধ্যে ঢুকে আচমকা হিন্দুদের আক্রমণ করলে হিন্দুরা ভয়ে সব পালিয়ে গেলে কয়েকজন শ্রী মিঠু হালদার (বয়স – ২৮, পিতা – জয়দেব হালদার), পলাশ মন্ডল (বয়স – ২৩, পিতা – ভীম মন্ডল), কালিদাস (বয়স – ৩২, পিতা – রাজকুমার), সৌমিত্র হালদার (বয়স – ২২, পিতা – তপন হালদার) বিশেষভাবে ও অন্যানোরা কমবেশি আক্রান্ত হয়।এদের মধ্যে মিঠুর মাথায় লোহার রড দিয়ে আঘাত করার ফলে তার মাথায় ৮টি সেলাই দিতে হয়, স্থানীয় পঞ্চগ্রাম হাসপাতালে। কিন্তু কোনো কেস বা ডায়েরি হয়নি। স্থানীয় পঞ্চায়েত মেম্বার আল্পনা হালদার বলেন যে, ডায়মন্ড হারবার থানায় বসে বিষয়টা মিটিয়ে নিতে। কিন্তু স্থানীয় যুবকরা বিষয়টি মেনে নিতে স্বীকার করেনি, পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য তারা তৈরী হচ্ছে।