দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রান্তিক এলাকার মথুরাপুর ব্লক। এই ব্লকের দেবীপুর অঞ্চলের অন্তর্গত তালপুকুর গ্রাম। গ্রামটি মুসলিম অধ্যুষিত। তালপুকুর-এর পাশের গ্রাম হিন্দু অধ্যুষিত সাধঘরা গ্রাম। গত ২৪শে ডিসেম্বর, রবিবার আনুমানিক দুপুর ১২টা নাগাদ তালপুকুর থেকে একদল মুসলমান হুকিং করতে সাধঘরা গ্রামে আসে। কিন্তু স্থানীয় হিন্দুরা এই হুকিংয়ের প্রতিবাদ করে, যার নেতৃত্বে ছিলেন গ্রামের কয়েকজন হিন্দু সংহতির কর্মী। তখনকার মতো বাধা পেয়ে মুসলিমরা চলে যায়। কিন্তু কিছুসময় পরে মুসলিমরা বিশাল দলবল নিয়ে এসে অতর্কিতে হিন্দুদের ওপর হামলা করে এবং যে হিন্দুরা হুকিং করতে বাধা দিয়েছিলো, তাদের প্রচন্ড মারধর করে। এতে বাপ্পা সরদার নামের একজন হিন্দুর মাথা ফেটে যায়। হিন্দুরা পরে পাল্টা মার দিলে চারজন মুসলিম আহত হয় এবং মুসলিমরা পালিয়ে যায়। পরেরদিন গত ২৫শে ডিসেম্বর মথুরাপুর থানায় আহত হিন্দুরা অভিযোগ জানাতে গেলে থানায় থাকা ডিউটি অফিসার অভিযোগ নিতে অস্বীকার করেন। ফলে হিন্দুরা বাড়ি ফিরে আসতে বাধ্য হয়। এই পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু এর মধ্যেই গত ২৯শে ডিসেম্বর, ২০১৭ তারিখে ওই গ্রামের চারজন হিন্দু – বাপ্পা সরদার, গৌতম সরদার, প্রভাস সরদার এবং দীপু নাইয়া-এর নামে মথুরাপুর থানা থেকে নোটিশ আসে এবং থানায় হাজিরা দেওয়ার কথা বলা হয়। নোটিসে দেখা যায় যে গত ২৫শে ডিসেম্বর মুসলিমরা চারজন হিন্দুর নামে মথুরাপুর থানায় কেস দায়ের করেছে, যার নম্বর ৩৪৬/১৭। যার ভিত্তিতে মথুরাপুর থানা ৩৪১,৩২৩,৩২৫,৫০৬,৩৪ IPC ধারায় মামলা দায়ের করেছে। পুলিশের এই অন্যায় আচরণে ক্ষুব্ধ হিন্দুরা বাধ্য হয়ে ডায়মন্ড হারবার কোর্টে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।