গত ৭ই জানুয়ারী, রবিবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর থানা এলাকার হিন্দুদের এক পিকনিক পার্টি পিকনিক সেরে মাইক বাজিয়ে ফিরছিল, ফেরার পথে তাদের উপর হামলা চালালো মুসলিমরা। ঐদিন রাতে হিন্দুরা কাটরা-কদম্বগাছির রাস্তা দিয়ে পিকনিক সেরে ফিরছিল। কিন্তু রাস্তার মোড়ে একটি মসজিদ আছে, সেখানে থাকা মুসলিমরা মাইক বন্ধ করে যাওয়ার কথা বলে। এতে পিকনিক দলের লোকজন মাইক বন্ধ করতে অস্বীকার করলে স্থানীয় মুসলিমরা পিকনিক থেকে ফেরা হিন্দুদের ব্যাপক মারধর করে। তাদের মারে অনেকে গুরুতর আহত হয়। এমনকি মুসলিমরা পিকনিক পার্টির মহিলাদের শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তাদের হামলার জেরে মহিলা, শিশু সহ ১৫ জন জখম হন। তার মধ্যে কয়েক জন বারাসত জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন।
এই ঘটনার জেরে গত ৮ই জানুয়ারী, সোমবার সকাল সাড়ে ন’টা নাগাদ স্থানীয় হিন্দুরা দত্তপুকুর স্টেশনে রেল অবরোধ করে। রেল লাইনের ওপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় হিন্দুরা। পুলিশ অবরোধ তুলতে গেলে অবরোধকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বাধে। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। তাদের লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। তাতে তিনজন পুলিশ কর্মী জখম হন। পরে, পরিস্থিতি সামাল দিতে বাইরে থেকে অতিরিক্ত বাহিনী, রাফ, কমব্যাট ফোর্স নামানো হয়। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের পক্ষ থেকে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। বেলা বারোটা নাগাদ অবরোধ ওঠে। ঐদিন দত্তপুকুর থানায় হিন্দুদের পক্ষ থেকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী পুলিশ মাত্র দুইজন মুসলমান দুষ্কৃতিকে গ্রেপ্তার করতে পেরেছে। তবে পুলিশ অবরোধ তুলতে যেভাবে নিরীহ হিন্দুদের ওপর লাঠিচার্জ করেছে, তাতে জেলার বিস্তীর্ণ অংশের হিন্দুরা যথেষ্ট ক্ষুব্ধ।
Abhabai hindu ra mar khacha west bengal e. Police to katputul
LikeLike