গোপন সূত্রে খবর পেয়ে গত ৩রা ডিসেম্বর, বুধবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত তপন থানার পুলিশ হজরতপুর গ্রাম পঞ্চায়েতের ডিলারপাড়ায় একটি বাড়ি থেকে ব্রাউন সুগার তৈরির বেশকিছু রাসায়নিক দ্রব্য উদ্ধার করেছে। পুলিশ হানা দিতেই বাড়ির মালিক পালিয়ে গেলেও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অনুমান, এই সমস্ত রাসায়নিক পদার্থ ব্রাউন সুগার তৈরির জন্য আনা হয়েছিল। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় কারা জড়িত তাদের খোঁজ চলছে। তবে পুলিশ তদন্তের স্বার্থে গ্রেপ্তার হওয়া সংখ্যালঘু ব্যক্তির নাম জানাতে চায়নি।