উত্তরপ্রদেশে জাল পাসপোর্ট চক্রে জড়িত সন্দেহে আরও দু’জন বাংলাদেশিকে গ্রেপ্তার করল সন্ত্রাসদমন শাখা (এটিএস)।তাদের সঙ্গে ধরা পড়েছে আরও একজন। পুলিশ সূত্রে খবর, গত ২রা জানুয়ারী, মঙ্গলবার গাজিয়াবাদের কুরসি গ্রামের একটি গোপন ডেরায় হানা দিয়ে ইউসুফ আলি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অন্য দু’জন হল ওয়াসিম আহমেদ এবং এহসান আহমেদ। ধৃতরা ভুয়ো তথ্য দিয়ে পাসপোর্ট তৈরি করাতো বলে এটিএসের একটি সূত্র জানিয়েছে।