হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার অন্তর্গত নরেন্দ্রপুর পশ্চিম পাড়ার ঘটনা। পাড়ার মোর রাস্তার ধারে বেশ কয়েকবছর আগে স্থানীয় বাসিন্দারা মনসা মাতার মূর্তি স্থাপন করেন। কয়েকবছর ধরে নিয়মিত পুজো হয়ে আসছিলো ওই থানে। আকাশের নিচে একটি বেদির ওপর স্থাপিত ছিল। কিন্তু গত ২০শে ডিসেম্বর, বুধবার দুষ্কৃতীরা ওই মূর্তিটিতে ভাঙচুর করে করে এবং রাস্তার পাশে ফেলে দিয়ে যায়। সকালে এই ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জগৎবল্লভপুর থানায় খবর গেলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দেয়। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
জগৎবল্লভপুরে রাতের অন্ধকারে মনসা মাতার মূর্তি ভেঙে দিলো দুষ্কৃতীরা
