পুকুর ঘাটে স্নান করার সময় গ্রামের এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করলো গ্রামেরই প্রতিবেশী এক মুসলিম যুবক। গত ১৩ই ডিসেম্বর, বুধবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার অন্তর্গত আড়ষা ব্লকের অন্তর্গত কুমারডিহা গ্রামে। মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কায়েম আনসারীকে পুলিশ গত ১৫ই ডিসেম্বর গ্রেপ্তার করে। বর্তমানে আক্রান্ত ওই মহিলা পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের বিছানায় শুয়ে ওই মহিলা জানান, ”পুকুরে স্নান করার সময় কায়েম আনসারী আমাকে তুলে নিয়ে গিয়ে ঝোপের ধারে আমায় ধর্ষণ করে। এমনকি কাউকে বললে ছুরি দেখিয়ে মারার হুমকি দেয়। ধর্ষণে বাধা দিতে গেলে আমার মুখে আঘাত করে।” অভিযুক্ত কায়েম আনসারী এখন পুলিশ হেফাজতে রয়েছে। ওই মহিলা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
পুকুর থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ,পুরুলিয়ায় গ্রেপ্তার কায়েম আনসারী

Joy sri ram
LikeLiked by 1 person