গত ২রা ডিসেম্বর, শনিবার আসামের শিলচরে হিন্দু-সংহতির আসাম শাখার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিন্দু-সংহতির প্রতিষ্ঠাতা ও ভূতপূর্ব সভাপতি শ্রী তপন ঘোষ মহাশয় এবং বর্তমান সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্য মহাশয়। সেই বক্তব্য নাকি যথেষ্ট উস্কানিমূলক। আর সেই বক্তব্যে নাকি নষ্ট হতে পারে আসামের সাম্প্রদায়িক সম্প্রীতি। এই কথা উল্লেখ করে গুয়াহাটির হাতিগাওঁ থানায় অভিযোগ দায়ের করেছেন আসাম প্রদেশ কংগ্রেসের সম্পাদক দাইয়ান হোসেন। তাছাড়া গত সোমবার সাংবাদিকদের সামনে শিলচর যুব কংগ্রেসের সভাপতি আনসার হোসেন বড়লস্কর বলেন যে তিনি তপন ঘোষ ও দেবতনু ভট্টাচার্য-দের বিরুদ্ধে শিলচর সদর থানায় মামলা দায়ের করবেন। এছাড়াও তিনি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন হিন্দু-সংহতির নেতাদেরকে পুলিশ কেন গ্রেপ্তার করেনি সেই জন্যে। এমনকি জন শক্তি সেবা সমিতি নামের একটি মুসলিম সংগঠন গুয়াহাটিতে হিন্দু-সংহতির সভাপতি দেবতনু ভট্টাচার্যের কুশপুতুল পোড়ায়। তবে এ নিয়ে উভয় থানার পুলিশের তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Hindu dar akotar dorkar na hola India k Muslim dokhol Kora neba joy shree ram
LikeLike
মৌচাকে ঢিল পড়েছে রে।
LikeLike