হাওড়া জেলার উলুবেড়িয়া থানার অন্তর্গত বিষ্টুপুর-সলপ এলাকার দোলুইপাড়া। পাড়াটি সম্পূর্ণরূপে হিন্দু অধ্যুষিত। পাড়ার পাশেই একটি সরকারি জমি ও মাঠ পরে রয়েছে দীর্ঘদিন ধরে। ওই পাড়ার হিন্দুদের পরিচালনায় ওই জমিতে শিব ঠাকুরের পূজা হয়ে আসছে দীর্ঘদিন ধরে। তাতে আশেপাশের গ্রামের হিন্দুরাও অংশ নেন। ওই জমির একপাশে একটি বাঁশের চালাঘর ও তার মধ্যে শিবলিঙ্গ ছিল। কিন্তু কিছুদিন ধরে এক হিন্দু টিএমসি নেতার মদতে স্থানীয় কিছু টিএমসির কর্মী-সমর্থক ওখানে একটি দলীয় কার্যালয় নির্মাণ করতে চাইছিলেন। এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ওই নেতার ঝামেলা বাধে এবং দলীয় অফিস নির্মাণের পরিকল্পনা থেকে পিছু হঠেন। কিন্তু তিনি গতকাল ১৪ই নভেম্বর, মঙ্গলবার রাতে ১কিলোমিটার দূরের নারকেলতলার তৃণমূল সমথর্ক মুসলিমদের সঙ্গে নিয়ে এসে ওই আটচালা ঘরটিকে ভেঙে দেন। স্থানীয় হিন্দুরা পুলিশকে এই ঘটনার খবর দিতে পুলিশ এসে শিবলিঙ্গটিকে নিরাপত্তার অজুহাত দিয়ে নিয়ে চলে যায়। স্থানীয় হিন্দুরা এই ঘটনায় ক্ষুব্ধ। তারা ওই জায়গাতে পাকা মন্দির নির্মাণ করতে চায়। এই ঘটনায় ওই স্থানীয় টিএমসি নেতা উলুবেড়িয়া থানায় ৬জন হিন্দুর নামে অভিযোগ দায়ের করেছেন। তবে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।
সোজা জেলার ডিএম ও এসপি কে জানান এবং ভাল উকিল ধরে কোলকাতা হাই কোর্ট – মামলা করুন, জনমত তৈরি করে মুখ্যমন্ত্রী কার্যালয়ে পিটিশন করুন। বাংলার কোন টি ভি চ্যানেল এটা কভার করবেনা।
LikeLike
রাস্তা একটাই ওই তৃণমূল নেতা কে ওই এলাকায় সমস্ত হিন্দু মিলে ওই নেতা কে উচিত শিক্ষা দিয়া যাতে করে এমন কাজ করার আগে 100বার চিন্তা করে আর ওই নেতার ফেমেলী কে এক ঘরে করে দিয়ে
LikeLike
রাস্তা একটাই ওই তৃণমূল নেতা কে ওই এলাকায় সমস্ত হিন্দু মিলে ওই নেতা কে উচিত শিক্ষা দিয়া যাতে করে এমন কাজ করার আগে 100বার চিন্তা করে আর ওই নেতার ফেমেলী কে এক ঘরে করে দিয়ে
LikeLike