কোচবিহার জেলার শীতলকুচি থানার অন্তর্গত বড়োমরিচা অঞ্চল। ওই অঞ্চলে হিন্দুরা সংখ্যালঘু। ১৫ই অক্টোবর মাথাভাঙ্গার সরকারেরহাটের কালীমন্দির ভাঙার পর দাঙ্গা শুরু হয় শীতলকুচি, মাথাভাঙ্গার বিস্তীর্ণ এলাকায়। সেসময় বড়োমরিচার মুসলিম জনতা সম্পূর্ণ বিনা প্ররোচনায় হিন্দুদের ওপর ঝাঁপিয়ে পড়ে। গত ১৬ই অক্টোবর রাতে বড়োমরিচার শ্রী শ্রী হরিমন্দিরে ভাঙচুর চালায় মুসলিম জনতা। হিন্দুরা সেই আক্রমণ প্রতিরোধ করতে পারেনি। কিন্তু মন্দির কমিটির সম্পাদক কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে শীতলকুচি থানায় অভিযোগ দায়ের করেন, যার FIR নম্বর ৩২৮। এই ঘটনায় মাত্র দুইজন গ্রেপ্তার হয়েছে।
অপরদিকে বড়োমরিচার কালীমন্দিরেও গত ১৬ই অক্টোবর সন্ধ্যায় আক্রমণ করে স্থানীয় মুসলিমরা। মন্দিরের পাকা দেওয়ালে ভাঙচুর চালায়, ভাঙচুর করা হয় কালী প্রতিমা, লুঠ হয় প্রণামী বাক্স। এই ঘটনায় মন্দির কমিটির সম্পাদক শীতলকুচি থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, যার FIR নম্বর ৩২৯। এই ঘটনায় জড়িত মাত্র ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উভয় ক্ষেত্রেই ঘটনায় জড়িত অনেক দুষ্কৃতীকে গ্রেপ্তার না করায় শীতলকুচির স্থানীয় হিন্দুদের অনেকেই তাদের ক্ষোভ জানিয়েছেন।